আন্তঃবিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল ২০২২

আন্তঃবিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল ২০২২

BGD e-GOV CIRT গত বছরের মত এবারও সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তার ধারণা দেওয়ার জন্য আগামী ২৩-২৪ আগস্ট ২০২২ তারিখে দুইদিন ব্যাপী University Cyber Drill 2022 আয়োজন করতে যাচ্ছে।

 এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে প্রথমে Registration করে টীম তৈরী করতে হবে। Registration এর জন্য একটি গাইডলাইন এবং প্রতিযোগিতায় অংশগ্রহনের Rules of engagement  প্রস্তুত করে CIRT এর ওয়েবসাইটে publish করা হয়েছে। Registration এর জন্য  প্রতিটি দলের জন্য ২০০০ টাকা নিবন্ধন ফি ধার্য্য করা হয়েছে যা CIRT এর e-shop এর মাধ্যমে পেমেন্ট করতে হবে (Payment Link)। ফী প্রদানকারী দলসমুহই শুধুমাত্র University Cyber Drill 2022 এ অংশগ্রহণ করতে পারবে।

এই প্রতিযোগিতাটি সম্পূর্ণভাবে অনলাইন ভিত্তিক। আগামী ১৪ জুলাই ২০২২ তারিখ থেকে ২০ আগষ্ট ২০২২ পর্যন্ত উক্ত University Cyber Drill 2022 এর নিবন্ধন উন্মুক্ত থাকবে।

আগ্রহী একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩-৫ জনের দল গঠন করে দলগতভাবে সার্ট এর ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।

Registration এর জন্য নিম্নলিখিত লিংকে ক্লিক করুন।

https://cyberdrill.cirt.gov.bd/

Share