“BGD e-GOV CIRT এর সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্প” এর সার্বিক কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

“BGD e-GOV CIRT এর সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্প” এর সার্বিক কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অদ্য ০৬ই সেপ্টেম্বর, ২০২১ তারিখে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের আওতাধীন বিজিডি ই-গভ সিআইআরটি এর সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্প -এর সার্বিক কার্যক্রম বিষয়ক একটি সেমিনার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সেমিনার ও কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব তারেক এম বরকতউল্লাহ, প্রকল্প পরিচালক, বিজিডি ই-গভ সিআইআরটি, পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি) এবং পরিচালক (ডাটা সেন্টার), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তিনি বিজিডি ই-গভ সিআইআরটি -এর সার্বিক অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে বিজিডি ই-গভ সিআইআরটি এর সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের টিম তাদের নিজ নিজ ক্ষেত্রের সার্বিক কার্যক্রম বিষয়াদির উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতা, সাইবার সেন্সর, থ্রেট ইন্টেলিজেন্স, ডিজিটাল ফরেনসিক, সোশ্যাল মিডিয়া সচেতনতা এবং ডিজিটাল সার্টিফিকেট অপারেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব এন এম জিয়াউল আলম, পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বিশেষ অতিথি ছিলেন জনাব রীনা পারভীন, অতিরিক্ত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও নির্বাহী পরিচালক (অতিরিক্তি দায়িত্ব), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ খায়রুল আমীন, অতিরিক্ত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।

Share