“জাতীয় সাইবার ড্রিল-২০২২”-এ প্রথম হয়েছে Team Disclosify

National Cyber Drill 2022

বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (BGD e-GOV CIRT) এর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী “জাতীয় সাইবার ড্রিল-২০২২”-এ ৭৭০০ নম্বর পেয়ে প্রথম হয়েছে Team Disclosify। উক্ত সাইবার ড্রিলে সমসংখ্যক ৭৬০০ নম্বর পেয়ে উত্তর প্রদানের সময়ের উপর ভিত্তি করে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের BRACU BLINDRES এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের fSociety। এই সাইবার ড্রিলে সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ,বেসরকারি সেবাদান প্রতিষ্ঠান হতে ৫৩টি দলে প্রায় ২৪৭ জন অংশগ্রহণকারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।   এই আয়োজনের বিষয়ে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, সাইবার নিরাপত্তার বিষয়টি মূলত দলগত কাজ। তাই জাতীয় সাইবার ড্রিলের মাধ্যমে দলগত বিষয়টিকে উৎসাহিত করা হচ্ছে। বিজিডি ই-গভ সার্ট হতে প্রতিবছর ৩টি (আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থৗ ও সকলের অংশগ্রহণে) সাইবার ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। এসব ড্রিল আয়োজনের মাধ্যমে সাইবার ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীরা সম্যক ধারণা পাচ্ছে এবং সাইবার নিরাপত্তায় দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।   এ সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সাইবার ড্রিলের বিস্তারিত স্কোর https://cyberdrill.cirt.gov.bd/scoreboard ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Share