ফায়ারফক্সের নিরাপদ ব্যবহার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা

ফায়ারফক্সের নিরাপদ ব্যবহার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা

মোজিলা ফায়ারফক্স একটি ব্যাপক জনপ্রিয় ওয়েব ব্রাউজার। এটি সম্পূর্ণ ফ্রী, ওপেন সোর্স ব্রাউজার এবং প্রায় সকল ডিভাইজ ও অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।

ওয়েব ব্রাউজারের যে কোন দুর্বলতা এর ব্যবহারকারীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই দুর্বলতা সমুহকে ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীর অজান্তে তথ্য চুরি ও ব্যবহারকারীর কম্পিউটারকে বিভিন্ন ম্যালওয়্যার (malware) দ্বারা সংক্রামিত করতে পারে।

ফায়ারফক্সের দুর্বলতা সমুহ থেকে ব্যবহারকারীর সুরক্ষায় কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে আসুন দেখে নেইঃ

১। ফায়ারফক্স নিয়মিত আপডেট করা

২০২০ সালের শুরুতে প্রথম যে সুরক্ষা ত্রুটি সবার নজরে এসেছে তা হচ্ছে মজিলার জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স থেকে। এই দুর্বলতাকে ব্যবহার করে আক্রমণকারী ব্যবহারকারীর কম্পিউটারে কোড চালানো এবং সফটওয়্যার ইনস্টল করতে পারে অর্থাৎ ব্যবহারকারীর কম্পিউটারে ব্রাউজারের মাধ্যমে রিমোট কোড এক্সিকিউট করতে পারে। এজন্য সাধারণ ব্রাউজিংয়ের বাইরে ব্যবহারকারীর অন্য কোন ইন্টারঅ্যাকশনের প্রয়োজন হয়না।

TechCrunch জানিয়েছে, প্রাথমিক আপডেট প্রকাশের মাত্র দুদিন পরে চীনা সুরক্ষা সংস্থা Qihoo 360 এই বাগটি (bug) প্রথম সনাক্ত করেছিল। তবে কীভাবে বাগটি কাজে লাগানো হয়েছিল, হামলাকারী কারা ছিলেন বা কাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এসব বিষয়ে Qihoo 360 সুনির্দিষ্টভাবে কিছু বলেনি।

এই দুর্বলতা ফায়ারফক্স ৭২.০.১ এবং ফায়ারফক্স এক্সটেন্ডেড সাপোর্ট রিলিজ (ইএসআর) ৬৮.৪.১ তে ঠিক করা হয়েছে। ফায়ারফক্স ব্যবহারকারীদের এই সুরক্ষা দুর্বলতা ঠিক করার জন্য অবশ্যই ব্রাউজারটিকে সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে।

ফায়ারফক্স প্রোগামটি রান করার সাথেই স্বয়ংক্রিয় ভাবে এর আপডেট সমূহ পরীক্ষা করে, তবে ব্যবহারকারীগণ সেটিংস থেকে এটি পরিবর্তন করতে পারেন। ব্রাউজারের অটো আপডেট চালু না থাকলে সেটিংসের অভ্যন্তরে,  General ট্যাবে থেকে অটো আপডেট চালু করে দিন অথবা ফায়ারফক্সের অফিসিয়াল সাইট থেকে সর্বশেষ ভার্সনটি নামিয়ে নিন।

চিত্রঃ ফায়ারফক্স অটো আপডেট

রেফারেন্সঃ

২। ফায়ারফক্স প্রাইভেট ব্রাউজিং এর ব্যবহার

ফায়ারফক্স প্রাইভেট ব্রাউজিং ব্যবহার করলে, ফায়ারফক্স ব্যবহারকারীর ব্যক্তিগত অনুসন্ধান, ব্রাউজিং হিস্টরি, কুকিজ, ক্যাশ ইত্যাদি কিছুই সেভ করে রাখবে না। এতে ব্যবহারকারীর গোপনীয়তা অটুট থাকবে। ব্যবহারকারী অনলাইনে যা করেন তা এই কম্পিউটারটি ব্যবহার করেন এমন কারও কাছে প্রকাশিত হবে না।

এটি করার জন্য প্রথমে মেন্যুবারে ক্লিক করুন। এবার নিচের দিকে New Private Window অপশনটিতে ক্লিক করুন।

চিত্রঃ ফায়ারফক্স New Private Window

চিত্রঃ New Private Window

৩। মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করা

মেইল কিংবা সামাজিক সাইট সমূহ আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। এগুলোতে সাধারণত ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে ঢুকতে হয়। প্রথম বার এসব সাইট এ প্রবেশের সময় যদি ব্যবহারকারী সেভ অপশনে ক্লিক করে তাহলে ফায়ারফক্স সেসব পাসওয়ার্ড সেভ করে রাখে। এর ফলে এসব সাইটে দ্বিতীয় বার প্রবেশের সময় আর পাসওয়ার্ড দিতে হয় না।

চিত্রঃ পাসওয়ার্ড অটো সেভ

বার বার পাসওয়ার্ড দেয়া কিংবা মনে রাখার ঝামেলার জন্য অনেকেই এ কাজটি করে থাকেন। এটা একটা মারাত্মক ভুল। এতে ব্যবহারকারীর ডিভাইসটি দিয়ে দ্বিতীয় কোন ব্যক্তির পক্ষে খুব সহজে তার একাউন্টে প্রবেশ করা সম্ভব। এমনকি ব্যবহারকারীর সব পাসওয়ার্ড চুরি করা সম্ভব। যেটা অবশ্যই ব্যবহারকারীর জন্য খুবই বিপদজনক।

চিত্রঃ ফায়ারফক্স থেকে সেভ করা একাউন্ট এর পাসওয়ার্ড দেখা

ফায়ারফক্সের অপশন এ গিয়ে logins/passwords এ গেলেই ব্যবহারকারীর সব একাউন্ট ও পাসওয়ার্ড দেখা যায়। তাই গুরুত্বপূর্ণ সাইট গুলোর পাসওয়ার্ড সেভ করা থেকে বিরত থাকুন। আর যদি সেভ করতেই হয় তাহলে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করুন।

ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করলে এসব ওয়েব সাইটে প্রবেশের সময় প্রতিবার মাস্টার পাসওয়ার্ড প্রদান করতে হবে। এমনকি সেইভ করা পাসওয়ার্ড দেখতে হলেও মাস্টার পাসওয়ার্ড লাগবে। যা ব্যবহারকারীকে অনেক বেশি নিরাপদ রাখবে।

মাস্টার পাসওয়ার্ড দিতে হলে ব্যবহারকারীকে নিচের পথ অনুসরন করতে হবে।

# ফায়ারফক্সের ডানে open menu তে ক্লিক করে options এ যান।

চিত্রঃ ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড সেট করা

# সার্চ অপশন এ password টাইপ করুন।

# use a master password অপশনটিতে টিক দিন।

# এখন পাসওয়ার্ড এর ঘর গুলো পূরণ করে OK ক্লিক করে বের হয়ে আসুন।

চিত্রঃ ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড সেট করা

চিত্রঃ ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড সেট করা

ব্যবহারকারীরা অনেকেই ফায়ারফক্স তাদের ইমেইল এড্রেস দিয়ে লগ-ইন করে থাকেন। এতে ব্যবহারকারীর লগ-ইন করা সব ডিভাইসে পাসওয়ার্ড গুলো সিনক্রনাইজ হয়ে যায় (বাই ডিফল্ট সিনক্রনাইজ অন থাকে)। কিন্তু মাস্টার পাসওয়ার্ড সিনক্রনাইজ হয় না। তাই ব্যবহারকারীর ব্যক্তিগত ডিভাইস ব্যতীত অন্য যে কোন ডিভাইসে ফায়ারফক্স লগ-ইন করা থেকে বিরত থাকুন।

চিত্রঃ ফায়ারফক্স লগ-ইন

পরিশেষে মাস্টার পাসওয়ার্ড রিকভার করা যায় না তাই ব্যবহারকারীর সহজে মনে থাকবে এরকম পাসওয়ার্ড নির্বাচন করুন। ব্যবহারকারী যদি মাস্টার পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফায়ারফক্স সম্পূর্ণ আনইন্সটল করে দিয়ে, নতুন করে ইন্সটল করুন এবং ব্যবহারকারীর ইমেইল এড্রেস দিয়ে লগ-ইন করুন। অটো সিনক্রনাইজ হয়ে ব্যবহারকারীর সেভ করা সব পাসওয়ার্ড ফেরত পেয়ে যাবেন। তারপর নতুন করে মাস্টার পাসওয়ার্ড সেট করে নিন। 

ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য / ছবি চুরি করে কাউকে উত্ত্যক্ত, সামাজিক মর্যাদা খর্ব এবং ব্ল্যাকমেইল করার ঘটনা ক্রমেই বাড়ছে। সামান্য অসতর্কতার কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক ইন্টারনেট ব্যবহারকারী। অনেক সময় বড় ধরনের সমস্যা সৃষ্টির কারণে শাস্তির মুখেও পড়তে হচ্ছে। তাই সতর্ক হোন, নিরাপদ থাকুন।


সাহেবুল করিম

ইন্সিডেন্ট হেল্প ডেস্ক এসোসিয়েট

বিজিডি ই-গভ সার্ট

Share