Advisory on Web Application and Database Security
by CIRT Team
সাইবার নিরাপত্তা এডভাইজরি
BGD e-GOV CIRT এর নিয়মিত পর্যবেক্ষণে বাংলাদেশের একাধিক ওয়েব এপ্লিকেশন এবং ডেটাবেজসমূহে সাইবার আক্রমণের অস্বাভাবিক ক্রমবর্ধমান হার পরিলক্ষিত হয়। হ্যাকারগ্রুপসমূহের কার্যক্রম পর্যালোচনা দেখা গিয়েছে এদের মূল লক্ষ্যবস্তু সরকারী ওয়েব এপ্লিকেশনগুলোর ক্ষতিসাধন, গুরুত্বপূর্ণ তথ্য চুরি এবং সেবা বিঘ্নিত করার অপচেষ্টা। এমতাবস্থায় সরকারের সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এলক্ষ্যে BGD e-GOV CIRT বর্ণিত সকল সংস্থাকে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা, প্রয়োজনীয় প্যাচ আপডেট করা, সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকা এবং স্বার্বিকভাবে আইটি পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের BGD e-GOV CIRT বিভিন্ন খাতের মধ্যে ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা নিশ্চিতে করনীয় উল্লেখপূর্বক একটি দিক নির্দেশনা প্রকাশ করেছে।
বিস্তারিতঃ
Advisory on Web Application and Database Security