২য় দিনের প্রেস বিজ্ঞপ্তি- “জাতীয় সাইবার ড্রিল-২০২১”-এ প্রথম হয়েছে Federal_Bonk_Investigations টিম

বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (BGD e-GOV CIRT) এর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী “জাতীয় সাইবার ড্রিল-২০২১”-এ প্রথম হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল Federal_Bonk_Investigations। বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উদযাপনের বিশেষ এই সময়ে অনলাইনে আয়োজিত উক্ত সাইবার ড্রিলে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে BitsOverflow এবং SiliconBits। সমসংখ্যক ৪২৭৫ নম্বর পেয়েও উত্তর প্রদানের সময়ের উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল নির্বাচিত করা হয়েছে। এই সাইবার ড্রিলে সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি সেবাদান প্রতিষ্ঠানসহ স্বতন্ত্র ভাবে ৩৭০টি দলে প্রায় ১৭৫০ জন অংশগ্রহণকারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

SL
Name
Point
Position
01
Federal_Bonk_Investigations
4275
1st
02
BitsOverflow
4275
2nd
03
SiliconBits
4275
3rd

এ সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সাইবার ড্রিলের বিস্তারিত স্কোর https://cyberdrill.cirt.gov.bd/scoreboard ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Share