OIC CERT -এর বাৎসরিক সাইবার ড্রিল অনুষ্ঠিত

OIC CERT -এর বাৎসরিক সাইবার ড্রিল অনুষ্ঠিত

২০০৮ সালে OIC (অরগানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন) এর- ৩৫তম অধিবেশনে Organisation of the Islamic Cooperation -Computer Emergency Response Team (OIC-CERT) প্রতিষ্ঠিত হয়। আজ ২৮ সেপ্টেম্বর, ২০২১ মঙ্গলবার স্বাগতিক দেশ ওমানে ‘Enhance Cyber Security Readiness’ বিষয়ে OIC-CERT -এর বাৎসরিক সাইবার ড্রিল ‘9th Arab Regional and OIC-CERT Cyber Drill 2021’ অনুষ্ঠিত হল।

৪ (চার) ঘন্টার এই ড্রিলে ২০ (বিশ) টি টীম অংশ নেয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, আরব আমিরাত, তুরস্ক, সিরিয়া, প্যালেস্টাইন, কাজাখস্তান, উজবেকিস্তান, মরক্কো, মিশর, লিবিয়া, তিউনিশিয়া, নাইজেরিয়া ও বেনিন -এর ‘জাতীয় কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (N-CERT)’ এতে অংশগ্রহণ করে।

বাংলাদেশের পক্ষ হতে BGD e-GOV CIRT ড্রিলে অংশ নিয়ে ২য় স্থান অধিকার করে। সাইবার ড্রিলের সম্পূর্ণ ফলাফল বা লিডারবোর্ড নিম্নরূপঃ

টিমদেশঅবস্থানটিমদেশঅবস্থান
Turkcell -CDCতুরস্ক১মPISA-CERTপাকিস্তান১১তম
BGD e-GOV CIRTবাংলাদেশ২য়KZ-CERTকাজাখস্তান১২তম
tunCERTতিউনিশিয়া৩য়NCCAইন্দোনেশিয়া১৩তম
MyCERTমালয়েশিয়া৪র্থLibyaCERTলিবিয়া১৪তম
QCERTকাতার৫মCS2_CERTনাইজেরিয়া১৫তম
MaCERTমরক্কো৬ষ্ঠPalCERTপ্যালেস্টাইন১৬তম
UzCERTউজবেকিস্তান৭মESPC-CERTমালয়েশিয়া১৭তম
CERT -Inভারত৮মSYRIA_ISCসিরিয়া১৮তম
TechCERTশ্রীলংকা৯মSri Lanka CERTশ্রীলংকা১৯তম
EgCERTমিশর১০মNR3Cপাকিস্তান২০তম
Share