শুরু হলো জাতীয় সাইবার ড্রিল ২০২০
by CIRT Team
বিজিডি ই-গভ সার্ট এর উদ্যোগে “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০” উপলক্ষে “জাতীয় সাইবার ড্রিল ২০২০” –এর দুই দিন ব্যাপি কর্মযজ্ঞ পূর্বপরিকল্পনা অনুযায়ী ১২ ডিসেম্বর ২০২০ শুরু হয়েছে। উক্ত কর্মযজ্ঞে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট কোম্পানি থেকে ও স্বতন্ত্র ভাবে ২৩৩টি দল অংশগ্রহণ করেছে। ড্রিলটিতে ১০০০ জনের অধিক অংশগ্রহণকারী সিমুলেসনের মাধ্যমে বর্তমান বিশ্বে সাইবার ইন্সিডেন্টের মাধ্যমে ঘটিত পরিস্থিতির কিভাবে মোকাবিলা করতে হয় তা হাতে কলম অনুশীলন করতে পারবে। শনিবার দুপুরে ডিজিটাল বাংলাদেশ জাতীয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের উদ্বোধনী বক্তব্যের পর অনলাইনে শুরু হয় এই সাইবার ড্রিল। চলবে ১৩ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।