‘আইসিটি লিডার অব দ্যা ইয়ার’ পুরস্কার পেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
by CIRT Team
ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের ‘আইসিটি লিডার অব দ্যা ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আইসিটি শিল্পে ক্রমাগত উদ্ভাবন, তরুণ নেতা, পরিবর্তনের চালিকাশক্তি ও আইসিটি অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী গত আট বছরে তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, “আগামী ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে ২০ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ২৮টি আইটি পার্ক নির্মাণ করা হচ্ছে।”
২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী পলক।
২০২১ সালের মধ্যে সরকারি সেবার ৯০ শতাংশ অনলাইনে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
ওয়ার্ল্ড সিএসআর ডে এবং ওয়ার্ল্ড সাসটেইনাবিলি প্রতিষ্ঠাতা ড. আর এল ভাটিয়া প্রতিমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন।
বিশ্বব্যাপী মানব সম্পদ ব্যবস্থাপনা বিশ্লেষণ করে নানা ক্ষেত্রে সেরা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস।
প্রথমে একটি একাডেমিক কাউন্সিলের প্রাথমিক বাছাইয়ের পর বিশেষজ্ঞদের দ্বারা গঠিত একটি কাউন্সিল পুরস্কার বিজয়ীদের বাছাই করে।
Reference : https://bangla.bdnews24.com/bangladesh/article1414214.bdnews
Recommended Posts
সাইবার নিরাপত্তা বুলেটিন । জুন ২০২৪
13 Jun 2024 - Bangla Articles, CIRT In Media, News, Security Advisories & Alerts
BGD e-GOV CIRT এর আয়োজনে আয়োজনে আর্থিক প্রতিষ্ঠান ও CII সমূহের সাইবার ড্রিল ২০২৩ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
22 Oct 2023 - Articles, Bangla Articles, CIRT In Media, News, News Clipping
আন্তবিশ্ববিদ্যালয় সাইবার প্রতিযোগিতা
25 Aug 2021 - CIRT In Media